|

অনলাইনে স্মার্ট কার্ড চেক স্ট্যাটাস ২০২৪ | Smart Card Status Check

বর্তমানে সরকারিভাবে স্মার্ট কার্ড বিতরণ বন্ধ থাকায়, অনেকেই তাদের স্মার্ট কার্ড হাতে পাচ্ছে না। তাই স্মার্ট কার্ড চেক করে জেনে নিন, আপনার স্মার্ট কার্ডটি কোথায় ও কখন সংগ্রহ করতে পারবেন।

২০১৯ সাল থেকে স্মার্ট কার্ড বিতরণ শুরু হলেও, নানান প্রতিবন্ধকতার কারণে বর্তমানে এই বিতরণ স্থগিত রয়েছে। তাই যারা নতুন করে ভোটার হচ্ছে তাদের অধিকাংশই এনআইডি কার্ডের অনলাইন কপি ব্যবহার করছে।

আমাদের মধ্যে অনেকেরই স্মার্ট কার্ড ইতিমধ্যে উপজেলা নির্বাচন অফিসে এসে পৌঁছেছে। কিন্তু আমরা সে বিষয়ে জানিনা। আবার অনেকের স্মার্ট কার্ড তৈরি হয়নি, কারো কারো স্মার্ট কার্ড তৈরি হলেও EC অফিসেই সংরক্ষিত রয়েছে।

এমতাবস্থায়, স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক (smart card status check) করে কার্ড এর বর্তমান অবস্থান জেনে, তা সংগ্রহ করা সম্ভব। স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করতে আপনার প্রয়োজন হবে:

  • এন আইডি নাম্বার/ ফরম নাম্বার। 
  • সঠিক জন্ম তারিখ। 
  • একটি স্মার্ট ফোন বা কম্পিউটার। 
  • ও ইন্টারনেট কানেকশন।

আপনার কাছে এগুলো থাকলেই, এখনই আপনার Smart Card Status Check করে নিতে পারবেন। স্মার্ট কার্ড চেক করার পদ্ধতিসহ স্মার্ট কার্ড কিভাবে পাবেন, সে সম্পর্কে বিস্তারিত জেনে নিন এই আর্টিকেল থেকে।

স্মার্ট কার্ড চেক স্ট্যাটাস | NID Smart Card Status Check

স্মার্ট কার্ড চেক করতে, nidw.gov.bd এই লিংকে ক্লিক করুন। তারপর, NIDW এর ওয়েবপেইজে আপনার NID নাম্বার ও জন্ম তারিখ লিখুন। সর্বশেষে ক্যাপচা পূরণ করে সাবমিট করুন। ব্যাস, NID Smart Card Status Check হয়ে যাবে।

এভাবে স্মার্ট কার্ড যাচাই করার পর, নতুন একটি পেইজে আপনার কার্ডের বর্তমান অবস্থার তথ্যসমূহ দেখানো হবে। সেখান থেকে জানতে পারবেন- আপনার স্মার্ট কার্ড হয়েছে কিনা, কোথায় গেলে তার সংগ্রহ করতে পারবেন ইত্যাদি তথ্য।

যাইহোক, নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে এবং মোবাইল এসএমএসের মাধ্যমেও এই তথ্য যাচাই করা যায়। এবং উল্লেখিত ঠিকানায় গিয়ে কার্ডটি সংগ্রহ করা যায়।

স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক অনলাইন | Smart Card Check Online

অনলাইনে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার জন্য,

  • Nidw ওয়েবসাইটে ভিজিট করুন। 
  • অনুসন্ধান পেজে NID Number ও জন্ম তারিখ লিখুন। 
  • ক্যাপচা কোড খালি ঘরে লিখে সাবমিট করুন। 
  • স্মার্ট কার্ড চেক করে বর্তমান স্ট্যাটাস জানুন।

এই সকল ধাপগুলো সম্পন্ন করলেই আপনার Smart card টি সম্পর্কে জানতে পারবেন। আপনাদের সুবিধার জন্য নিচে এই ধাপগুলো কিছুটা বিস্তারিতভাবে ছবিসহ তুলে ধরা হলো:

ধাপ ১: স্মার্ট কার্ড চেক করার সার্ভারে যান

প্রথমেই আপনাকে নির্বাচন কমিশনের সার্ভারে ভিজিট করতে হবে। এই সার্ভার থেকে nid card ও স্মার্ট কার্ড সম্পর্কিত সকল তথ্য সেবা ও সুযোগ সুবিধা দেওয়া হয়। 

সরাসরি NIDW সার্ভারের কাঙ্খিত পেজে যেতে, এই লিংকে ক্লিক করুন- https://services.nidw.gov.bd/nid-pub/card-status। 

এবার, আপনার সঙ্গে একটি অনুসন্ধান ওয়েবপেজ আসবে। মূলত এখানে ৩টি খালিঘর থাকবে। প্রতিটি খালি ঘরে নির্ধারিত তথ্যগুলো পূরণ করে সাবমিট করলেই আপনার Smart Card Status জানতে পারবেন।

ধাপ ২: NID নাম্বার লিখুন

ওয়েবপেজে থাকা ৩টি ঘরের প্রথমটিতে আপনার NID নাম্বার লিখতে হবে। অর্থাৎ, আপনার এনআইডি কার্ডের ১০/১৩/১৭ সংখ্যার নম্বরটি লিখবেন।

নতুনভাবে ভোটার নিবন্ধন কারীরা তাদের NID Card এর ১০ ডিজিটের নাম্বার লিখবে। আর পুরাতনরা তাদের ১৩ বা ১৭ সংখ্যার NID নাম্বার লিখেও সার্চ করতে পারবে। 

আপনি যদি নতুন আবেদন করার পর এখনো NID নাম্বার না জেনে থাকেন, তাহলে আবেদনের পর প্রাপ্ত নিবন্ধন ফরম/ ভোটার স্লিপের নাম্বারটিও লিখতে পারেন। সেই ফরম নাম্বার দিয়েও স্মার্ট কার্ড চেক করা যায়।

ধাপ ৩: জন্ম তারিখ দিন

ওয়েবপেজে থাকা ৩টি ঘরের ২য় টিতে আপনার ভোটার আইডি কার্ডে দেওয়া সঠিক জন্ম তারিখটি লিখবেন। শুধুমাত্র জন্ম তারিখ পূরণের জন্যই পাশাপাশি তিনটি আলাদা ঘর থাকবে। এখানে প্রথমটিতে দিন, তারপর মাস এবং সর্বশেষে বছরের সংখ্যা/ জন্ম সাল লিখতে হবে। 

অর্থাৎ জন্ম তারিখের তথ্যগুলো- দিন-মাস-বছর (DD-MM-YYYY) এভাবে লিখতে হবে। খেয়াল রাখবেন, এটি যেন অবশ্যই স্মার্ট কার্ডের তথ্যের সাথে মিল থাকে।

ধাপ ৪: ক্যাপচা কোড পূরণ ও সাবমিট

ওয়েব পেজে তৃতীয় ঘরে মূলত হিউম্যান ভেরিফিকেশনের জন্য দেওয়া ক্যাপচা কোডটি লিখতে হবে। আপনি দেখতে পাবেন জন্ম তারিখের ঘরের পরেই একটি অস্পষ্ট কোড লেখা থাকবে। এই কোডটি প্রতিটি বর্ণ ও সংখ্যা সঠিকভাবে নিচের সর্বশেষ ঘরটিতে লিখতে হবে। 

ব্যাস, সঠিকভাবে কোডটি লিখলেই আপনার ক্যাপচা পূরণ হয়ে যাবে। এবার ওয়েবপেজের নিচের দিকে সর্বশেষে থাকা “সাবমিট” লেখাতে ক্লিক করতে হবে। 

আপনার দেওয়া সকল তথ্য যদি সঠিক হয়, তাহলে এই ওয়েবপেজটি রিডায়ারেক্ট করে নতুন একটি পেজে নিয়ে যাবে। সেখানে আপনার স্মার্ট কার্ডের বর্তমান অবস্থা জানতে পারবেন।

ধাপ ৫: স্মার্ট কার্ড চেক স্ট্যাটাস | Smart Card Check করুন

নতুন যেই পেজে রিডায়ারেক্ট করে নিয়ে যাবে, সেখানে আপনার কাঙ্খিত তথ্যগুলো দেওয়া থাকবে। এখানেই স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করতে পারবেন।

অর্থাৎ আপনার স্মার্ট কার্ড টি তৈরি হয়েছে কি-না, কোথায় গেলে সংগ্রহ করতে পারবেন এবং আরো কিছু তথ্য সেখানে থাকবে। স্মার্ট কার্ডটি সরকারি ভাবে তৈরি হয়ে থাকলে সর্বপ্রথম স্টাটাস অপশনে Complete লেখা দেখাবে। তারপর সেই কার্ডের ঠিকানা, Contact Address ইত্যাদি তথ্যগুলো দেখবেন।

অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় আমাদের উপজেলা নির্বাচন কমিশন অফিসের নাম দেওয়া থাকে। অর্থাৎ এখানে উল্লেখিত EC অফিসেই আপনার স্মার্ট কার্ড টি সংরক্ষিত আছে। সেখানে গেলেই তা সংগ্রহ করতে পারবেন।

এনআইডি স্মার্ট কার্ড ডাউনলোড | NID Smart Card Download

এনআইডি স্মার্ট কার্ড অনলাইন থেকে ডাউনলোড করা যায় না। আমরা শুধুমাত্র ভোটার আইডি কার্ডের অনলাইন কপিটি nidw সার্ভার থেকে ডাউনলোড করতে পারি। 

পূর্বের সাধারণ ভোটার আইডি কার্ড থেকে বর্তমানে স্মার্ট কার্ড অনেকাংশই ভিন্ন। কারণ স্মার্ট কার্ডটি হয় নতুন ডিজাইনের হার্ড কপি। এর সবচেয়ে বড় পার্থক্য হলো স্মার্ট কার্ডে থাকা মাইক্রো চিপ। সিম কার্ডের মতো দেখতে এই মাইক্রো চিপটিতে একজন ব্যক্তির এন আইডি কার্ডের সকল তথ্য লিপিবদ্ধ থাকে।

যেহেতু, এই মাইক্রো চিপটি অনলাইন থেকে ডাউনলোড করা যায় না। সুতরাং, অনলাইন থেকে স্মার্ট কার্ডও ডাউনলোড করা যায় না। এক্ষেত্রে শুধুমাত্র পুরাতন ফরম্যাটের আইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।

আরও পড়ুনঃ ভোটার আইডি কার্ড ডাউনলোড ২০২৪ | NID Card Download

স্মার্ট কার্ড চেক SMS | Smart Card Status

SMS এর মাধ্যমে স্মার্ট কার্ড চেক করে স্ট্যাটাস জানতে, আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SC <space> NID <space> আইডি নাম্বার লিখে পাঠিয়ে দিন ১০৫ নাম্বারে। 

শুধুমাত্র অনলাইনেই নয়, বরং মোবাইলে এসএমএস এর মাধ্যমেও স্মার্ট কার্ডের বর্তমান অবস্থা চেক করা যায়। যেকোনো মোবাইল সিম থেকেই এটি করা যাবে।

উপরোক্ত এসএমএস পাঠানোর ফরম্যাটে অনুসারে মেসেজ পাঠিয়ে আপনি smart card check করতে পারবেন। ১০৫ নাম্বারে মেসেজ পাঠানোর পর, কিছুক্ষণের মধ্যেই রিপ্লাই মেসেজের মাধ্যমে Smart NID Number আসবে। যাইহোক, এনআইডি নাম্বার আসলেই বুঝতে পারবেন আপনার স্মার্ট কার্ডটি হয়েছে।

আপনার কাছে যদি এনআইডি নাম্বার না থাকে, তাহলে ফরম নাম্বার দিয়েও এসএমএস পাঠাতে পারবেন। সে ক্ষেত্রে এসএমএস লেখার ফরম্যাট হবে নিম্নরূপ:

SC <space> F <space> ফরম নাম্বার <space> জন্ম তারিখ। যেমন: SC F 1020304050 02-08-2004। তারপর 105 নাম্বারে পাঠিয়ে দিবেন।

স্মার্ট কার্ড কিভাবে পাবেন

স্মার্ট কার্ড পাওয়ার জন্য প্রথমে আপনার কার্ডটি তৈরি হয়েছে কি-না, তা জানতে হবে। উপরোক্ত মাধ্যমে চেক করে তা জেনে নিতে পারবেন। 

আপনার স্মার্ট কার্ডটি যদি তৈরি হয়ে থাকে, তাহলে চেক করার পর জানতে পারবেন সেই কার্ডটি বর্তমানে কোথায় আছে। সেই ঠিকানায় যোগাযোগ করলেই আপনার স্মার্ট কার্ডটি পাবেন। 

সাধারণত অধিকাংশ ক্ষেত্রেই আমাদের স্মার্ট কার্ডটি তৈরি হওয়ার পর উপজেলা নির্বাচন কমিশন অফিসে সেটি পাঠানো হয়ে থাকে। কিছু ক্ষেত্রে তার ব্যতিক্রম ঠিকানায় থাকতে পারে। 

যাইহোক, সরকারিভাবেও স্মার্ট কার্ড বিতরণ করা হবে। সেক্ষেত্রে কিছুদিন অপেক্ষা করলেই আপনার বাড়িতে স্মার্ট কার্ড পৌঁছে দেওয়া হতে পারে।

NID Smart Card Status Check

To check your NID smart card status, visit this webpage link- https://services.nidw.gov.bd/nid-pub/card-status. Then enter your NID number or form number and date of birth step by step. At last, write the captcha code showed on an image and press “Submit” button.

That’s all, now you will be redirected to a new page and you will see your NID Smart Card Status.

শেষকথা

উপরোক্ত পদ্ধতিতে স্মার্ট কার্ড চেক করে আপনার স্মার্ট কার্ডের বর্তমান স্ট্যাটাস জেনে নিতে পারবেন। smart card status check করে, প্রাপ্ত তথ্য অনুসারে আপনার এলাকার EC (Election Commission) অফিসে যোগাযোগ করে আপনার স্মার্ট কার্ডটি বুঝে নিন।

তবে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার পর, Contact Address উপজেলা EC অফিস না দেখালে অপেক্ষা করতে হবে। পরবর্তীতে সরকারিভাবেই আপনার বাড়িতে স্মার্ট কার্ডটি পৌঁছে দেওয়া হতে পারে। আশা করি সম্পূর্ণ আলোচনাটি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *