ভোটার আইডি কার্ড ডাউনলোড ২০২৪ (NID Card Download)

আপনার ভোটার আইডি কার্ডের কপি অনলাইন থেকে ডাউনলোড করে ব্যবহার করতে চাইলে, জেনে নিন কিভাবে অনলাইন থেকে আইডি কার্ড বের করতে পারবেন।

নতুন ভোটার হলে আমাদের স্মার্ট আইডি কার্ড পেতে অনেকটা সময় লাগে। তাই তাৎক্ষনিক প্রয়োজনে ব্যবহারের জন্য আমরা অনলাইন থেকে ভোটার আইডি কার্ড বের করে প্রিন্ট করে নিয়ে প্র‍য়োজন মেটাতে পারি।

তাছাড়া আইডি কার্ড হারিয়ে গেলে বা সংশোধন করলেও পুনরায় তার সংশোধিত কপি অনলাইন থেকে প্রিন্ট করে নিতে হয়। বর্তমানে নিজে নিজেই আইডি কার্ডের কপি উত্তোলন করতে পারবেন। এর জন্য আপনার কাছে শুধু এন আইডি নাম্বার বা ফরম নাম্বার ও জন্ম তারিখ থাকলেই হবে। তাহলে চলুন এবার আইডি কার্ড যেভাবে বের করতে পারবেন, সেই পদ্ধতি জেনে নেওয়া যাক।

আইডি কার্ড যেভাবে বের করতে পারবেন

অনলাইন থেকে নতুন ভোটার আইডি কার্ডের পিডিএফ ফাইল উত্তোলন করতে-

  • নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যান;
  • NID নাম্বার ও জন্মতারিখ লিখে এবং ক্যাপচা পূরন করে সাবমিট করুন;
  • ঠিকানার তথ্যগুলো সিলেক্ট করুন;
  • মোবাইল নাম্বার দিয়ে ওটিপি ভেরিফাই করুন;
  • NID Wallet অ্যাপ ইন্সটল করে, QR Code স্ক্যান করে ফেস ভেরিফাই করুন;
  • একাউন্টের একটি পাসওয়ার্ড সেট করুন;
  • অনলাইন থেকে আইডি কার্ড বের করুন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *